ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এখন থেকে সারই কৃষকের পেছনে দৌঁড়াবে- শিল্পমন্ত্রী

সাইফুল ইসলাম স্বপন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
এখন থেকে সারই কৃষকের পেছনে দৌঁড়াবে- শিল্পমন্ত্রী

লক্ষ্মীপুর: ‘ইরি বোরো মৌসুমে সারের কোনও সংকট হবে না। এখন আর কৃষককে সারের পেছনে দৌঁড়াতে হবে না, সারই কৃষকের পেছনে দৌঁড়াবে।

কারণ, বর্তমান সরকারের দৃঢ় হস্তক্ষেপে পর্যাপ্ত সারের উৎপাদন হচ্ছে। ’

শিল্পমন্ত্রী দিলিপ বড়–য়া রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর নছির আহমদ ভূঁইয়া মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দলের সাবেক সভাপতি প্রয়াত কমরেড তোয়াহার ৮৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন।

বাংলাদেশের সাম্যবাদী দল লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় ‘বর্তমান সরকার কৃষি ও শিল্পবান্ধব সরকার’ উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘ইতিমধ্যে চারদলীয় জোট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব বন্ধ কারখানা চালু করা হবে। ’

মন্ত্রী বলেন, ‘অপরাজনীতিতে বিভ্রান্ত না হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, অচিরেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। ’

কমরেড তোয়াহা’র স্মৃতিচারণ করতে গিয়ে মন্ত্রী বলেন, ‘তিনি নিজেও কৃষি ও শিল্প বিপ্লবের স্বপ্ন দেখতেন। তার জন্মস্থান বৃহত্তর নোয়াখালীর কৃষিনির্ভর কমলনগর উপজেলার নাম পরিবর্তন করে তোয়াহানগর রাখার সুপারিশ করব সরকারের কাছে। ’

কমরেড নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড আবু হামেদ সাহাব উদ্দিন, কমরেড মহিম উদ্দিন, জেলা আওয়ামীলীগ সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, কমরেড তোয়াহার কন্যা শাহানাজ আক্তার, কমরেড শহীদ উদ্দিন আহমেদ, দিদার হোসেন, সাইফুল হাসান রনি, অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।