ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রাইট শেয়ার দেবে ঢাকা ডাইং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
রাইট শেয়ার দেবে ঢাকা ডাইং

ঢাকা: পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডাইং লিমিটেড। তাই প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে ১:১ অনুপাতে রাইট শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে।



শনিবার কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও সভায় কোম্পানির অনুমোদিত মূলধন ১শ’ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩শ’ কোটি টাকা করার সুপারিশ করা হয়েছে।
 
১০ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানির প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। আগামী ১৬ ফেব্রুয়ারি কোম্পানির বিশেষ সাধারণ সভায় এটি অনুমোদন করা হবে।

রাইট শেয়ারের টাকা দিয়ে ঢাকা ডাইং তাদের পরিশোধিত মূলধন বাড়াবে এবং কোম্পানিটির ব্যাংক ঋণ পরিশোধ করবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২,  ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।