ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম বন্দরে ডুবে যাওয়া জাহাজের উদ্ধার তৎপরতা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
চট্টগ্রাম বন্দরে ডুবে যাওয়া জাহাজের উদ্ধার তৎপরতা শুরু

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে ডুবে যাওয়া লাইটার জাহাজ মানিক মিয়া-টুর উদ্ধার তৎপরতা শুরু করেছে জাহাজের মালিকপক্ষ।

জেএম শনিবার বিকালে জাহাজটির মালিক প্রতিষ্ঠান মেসার্স মানিক মিয়া নেভিগেশনকে জাহাজটি উদ্ধারে সাতদিনের সময় বেঁধে দিয়ে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ।



উদ্ধার তৎপরতা শুরুর বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম বন্দরের ডেপুটি করজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম বাংলানিউজকে বলেন, ‘চিঠি পাওয়ার পর রোববার সকালে মালিকপ আমাদের সঙ্গে যোগাযোগ করে। জাহাজটি উদ্ধারের জন্য স্যালভেজ টিম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা । ’

এরই মধ্যে দুর্ঘটনাস্থল চিহ্নিত করা হয়েছে। বিশেষ সতর্কতার সঙ্গে দুর্ঘটনাস্থল এড়িয়ে রোববার সকাল থেকে ৮টি জাহাজ বন্দরে প্রবেশ করেছে এবং ৬টি জাহাজ বন্দর ছেড়ে গেছে।

এর আগে শনিবার সকাল নয়টায় প্রায় বার’শ মেট্রিকটন সিমেণ্ট কিংকার নিয়ে বন্দরের বর্হিনোঙ্গরে মানিক মিয়া-টু লাইটারেজ জাহাজটি ডুবে যায়।

বাংলাদেশ সময়: ১৩২৪ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।