ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

২২ জানুয়ারি ফুলবাড়ি স্থলবন্দরের উদ্বোধন করবেন প্রণব মুখার্জি

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০
২২ জানুয়ারি ফুলবাড়ি স্থলবন্দরের উদ্বোধন করবেন প্রণব মুখার্জি

কলকাতা: দীর্ঘ প্রতিক্ষার পর ২০১১ সালের শুরুতেই পশ্চিমবঙ্গের দার্জ্জিলিং জেলার ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ বাণিজ্য শুরু হতে যাচ্ছে।

শুক্রবার কলকাতার মহাকরণে পশ্চিমবঙ্গ সরকারের পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বাংলানিউজকে এ খবর দেন।



তিনি বলেন, ‘ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আগামী ২২ জানুয়ারি বেলা ১২টায় ফুলবাড়ি সীমান্তে এই স্থলবন্দর উদ্বোধন করবেন। সেই সঙ্গে উদ্বোধন করবেন ইন্দো-বাংলা ট্রেড রুটের। এই অনুষ্ঠানে বাংলাদেশের কয়েকজন মন্ত্রী ও সচিব উপস্থিত থাকবেন। ’

তিনি আরও বলেন, ‘ফুলবাড়ির পরিকাঠামোগত উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ভারত সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থও এর জন্য পাওয়া গেছে। এয়াড়া পর্যটকদের আর্কষণের জন্য সীমান্তের ওপারে বাংলাদেশের মতো এদিকেও একটি মনুমেন্ট তৈরির প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। ’

তবে এখনই এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে মানুষ যাতায়াত করতে পারবেন না। ইমিগ্রেশন সেন্টার চালু হতে আরও কয়েক মাস সময় লাগবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।