ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বর্গাচাষীদের অধিকার এখনও প্রতিষ্ঠা হয়নি: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০
বর্গাচাষীদের অধিকার এখনও প্রতিষ্ঠা হয়নি: অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তেভাগার মতো আন্দোলনের পরও এ অঞ্চলে বর্গাচাষীদের অধিকার এখনও প্রতিষ্ঠা হয়নি। অথচ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি।



বৃহস্পতিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক’র যৌথ উদ্যোগে আয়োজিত বর্গা চাষীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৮ সালের বন্যার পর বর্গা চাষীদের প্রথমবারের মতো সরকারি উদ্যোগে ঋণ দেওয়া হয়েছিল। আর এবার দেওয়া হচ্ছে।

তবে বর্গাচাষীরা যাতে ঋণের ভারে জড়িয়ে না পড়েন এ দিকটাও খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
 
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও চ্যানেল আই’র বার্তা প্রধান শাইখ সিরাজ।

কৃষকদের বোরোর মতো আউশ ও আমন ফলনের প্রতিও যতœশীল হওয়ার আহবান জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, ‘ঋণ যেমন নিচ্ছেন তেমনি ফেরতও দিয়ে দেবেন। দায়মুক্ত হয়ে নিজের পায়ে দাঁড়াবেন। ’

ঋণ যাতে কৃষকের গলার ফাঁস না হয় দাঁড়ায় সেদিকে ল্য রাখার জন্য তিনি ব্র্যাক’র প্রতি অনুরোধ জানান।
 
ব্র্যাক’র পরিচালনা পরিষদ সদস্য তাহেরুন্নেসা আবদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এবং ব্র্যাক’র নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন।

অনুষ্ঠানে ১৩ জন বর্গাচাষীকে পুরস্কৃত করা হয়।
 
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।