ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণে ক্রেডিট রেটিং শিথিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণে ক্রেডিট রেটিং শিথিল

ঢাকা: অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণের ক্রেডিট রেটিংয়ে শিথিল করা হয়েছে।

এর ফলে এখন থেকে ১ কোটি টাকা পর্যন্ত এসএমই ঋণে ক্রেডিট রেটিং করা হবে না।

পাশাপাশি ব্যাংকগুলোকে ক্রেডিট রেটিং করার ক্ষেত্রে আরও গুণগত মান নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে এবং তা সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ক্রেডিট রেটিং করার ক্ষেত্রে আমাদের আগের বিদ্যমান নিয়ম-কানুনকে অনেকটা শিথিল করে আন্তর্জাতিক মানের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। যেটি আগে ছিল না। ফলে ব্যাংকগুলো এখন থেকে ক্রেডিট রেটিং করতে অনেক আগ্রহ দেখাবে। এতে ব্যাংকগুলোর অনেক ঝুঁকিও কমে আসবে।

তিনি আরও বলেন, আগে মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে সকল ঋণের বিপরীতে ক্রেডিট রেটিং করা হতো। কিন্তু এখন থেকে ওই একই খাতের ১ কোটি টাকা পর্যন্ত ঋণে কোনও রেটিং করা হবে না। কারণ এক কোটি পর্যন্ত এসএমই ঋণে রেটিং করা হলে উদ্যোক্তারা আগ্রহ হারিয়ে ফেলবেন।

এতে এসএমই খাতের ওপর একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে জানিয়ে তিনি বলেন, এসএমই খাতের সার্বিক উন্নয়ন করে কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ নিয়েছে।

পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যেও বাংলাদেশ ব্যাংক নতুন এ নির্দেশ প্রদান করেছে।

সার্কুলারে উল্লেখ করা হয়, ব্যাংকগুলোকে ক্রেডিট রেটিং করার ক্ষেত্রে নতুন এ নির্দেশ অনুযায়ী ‘এএ’র ক্ষেত্রে ১ নম্বর করা হয়েছে। যেটি এর আগে ছিল ২ নম্বর।

একইভাবে ‘এ’-এর ক্ষেত্রে ২ নম্বর করা হয়েছে। এটি এর আগে ছিল তিন নম্বর ক্রেডিট রেটিংয়ে।

এছাড়া ‘বিবিবি’ রেটিংকে তিন নম্বর ধরা হয়েছে। যেটি আগে ছিল চার নম্বর অবস্থানে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।