ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নিম্নমানের রড উৎপাদন,তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

ঢাকা: নিম্নমানের রড উৎপাদনের অপরাধে তিন প্রতিষ্ঠানকে বুধবার দু’লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠান তিনটি হচ্ছে-আজমিরি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এলিট আয়রন স্টিল ইন্ডাস্ট্রিজ এবং শাহরিয়ার স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।



এর মধ্যে প্রথম দু’টিকে ৫০ হাজার করে এক লাখ টাকা এবং শেষটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এদিন দুপুরে বাংলামোটরের সোনারগাঁও ক্রসিং রোডে বিএসটিআই’র সহযোগিতায় ঢাকা জেলা প্রশাসন এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন।
 
বিএসটিআই কর্মকর্তা আবু সাইদ বাংলানিউজকে বলেন, ‘আমরা উল্লিখিত কোম্পানির ডিলারের কাছ থেকে তাদের পণ্য সংগ্রহ করে বিএসটিআই পরীক্ষাগারে পরীক্ষা করেছি। পরীক্ষায় পণ্যগুলো নিম্নমানের হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। ’

পরীক্ষায় সময় কোম্পানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, কবির স্টিল রি-রোলিং মিলস ও আনোয়ার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি পণ্যের মান ঠিক থাকায় এদের জরিমানা করা হয়নি।

অভিযানে আরও অংশ নেন বিএসটিআই’র সহকারী পরিচালক আবু হানিফসহ র‌্যাব ও পুলিশের একটি দল।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad