ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মূল্য সংশোধন কাটিয়ে উঠছে পুঁজিবাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
মূল্য সংশোধন কাটিয়ে উঠছে পুঁজিবাজার

ঢাকা: মূল্য সংশোধনের ধকল কাটিয়ে উঠছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। টানা দুই দিন সূচকের পতনের পর সোমবার বাজার ঘুরে দাঁড়ানোর সুবাদে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

 

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, সিমেন্ট, সিরামিকস ও আইটি খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
 
লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৫৫টির এবং ৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।

দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৪১৩ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় ১১১ কোটি টাকা কম। এদিন সাধারণ মূলসূচক আগের দিনের তুলনায় ১০৮.৯৪ পয়েন্ট বেড়ে ৮২০৫.০৮ পয়েন্টে উন্নীত হয়।

বাজারের ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালাউদ্দিন আহমেদ খান বাংলানিউজকে বলেন, টানা কয়েকদিন মূল্য সংশোধনের পর বাজারের ঘুরে দাঁড়ানোটা স্বাভাবিক। তবে এখনো বাজারে অনেক কোম্পানির শেয়ার অতিমূল্যায়িত হয়ে আছে। সেগুলো ধীরে ধীরে কারেকশন হতে পারে।

তিনি আরো বলেন, বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও লেনদেন কমেছে। এতে বোঝা যায় বাজারে তারল্য সংকট রয়েছে। তবে জানুয়ারীর দিকে বাজার আরো স্বাভাবিক হবে।

সোমবার টাকার অংকে লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো ন্যাশনাল ব্যাংক লিঃ, প্রাইম ব্যাংক লিঃ, সাউথইস্ট ব্যাংক লিঃ, এবি ব্যাংক লিঃ, ওয়ান ব্যাংক লিঃ, ইসলামী ব্যাংক লিঃ, তিতাস গ্যাস লিঃ, গ্রামীণ ফোন, পূবালী ব্যাংক লিঃ ও ইউসিবিএল লিঃ।

অন্যদিকে দর বৃদ্ধির শীর্ষে ছিল কাশেম ড্রাই সেল, ইস্টার্ন হাউজিং লিঃ, ঢাকা ডাইয়িং, রহিমা ফুড, শাইনপুকুর সিরামিকস্, অগ্নি সিস্টেম লিঃ, গোল্ডেন সন, কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো সিনথেটিক্স ও বিচ হ্যাচারি।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।