ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজার: লেনদেন বাড়লেও পড়েছে সূচক

স্টাফ করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১০

ঢাকা: ঢাকার পুঁজিবাজারে সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার বেশিরভাগ মৌলিক শেয়ারের দাম ও সূচক দুই-ই পড়েছে। তবে আগেরদিনের (মঙ্গলবার) তুলনায় এদিন মোট লেনদেন কিছুটা বেড়েছে।



মূলত মোবাইল সেবাদানকারী কম্পানি গ্রামীণফোনের শেয়ারের দরপতনের প্রভাব ডিএসই সাধারণ সূচক (ডিজিইএন) পড়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এছাড়া মিউচ্যুয়াল ফান্ড, বীমা, বস্ত্র, প্রকৌশল এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাতের বেশিরভাগ শেয়ারের দামও পড়েছে।

বাংলা বর্ষের প্রথমদিন বুধবার সরকারি ছুটি থাকায় বাজারে লেনদেন বন্ধ ছিল।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিনের শুরু থেকে ডিএসই সূচক ছিল নিম্নমুখী। বেলা সাড়ে ১২টার দিকে সূচক ঊর্ধ্বমুখী হয়ে উঠলেও তা স্থায়ী হয়নি। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক দাঁড়ায় ৫ হাজার ৪৮৯ দশমিক ৬৭  যা আগের কার্যদিবসের (মঙ্গলবার) তুলনায় ৩২ দশমিক ৯৯৬১১ পয়েন্ট কম।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন ২৪৮টি কম্পানির ৩ কোটি ১৯ লাখ ৫ হাজার ২২৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। টাকার অঙ্কে যার মূল্য ৭৭২ কোটি ২৫ লাখ টাকা। মঙ্গলবারের তুলনায় এটি ৪৬ কোটি ৫৪ লাখ টাকা বেশি।

লেনদেনকৃত শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ৮টি কম্পানির শেয়ারের দাম।

এদিকে, লেনদেন বাড়লেও সপ্তাহের শেষদিনে সার্বিকভাবে বাজার মূলধন কমেছে। আজ মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৩৯৩ কোটি টাকা।

গত মঙ্গলবার অ অঙ্ক ছিল ২ লাখ ২৪ হাজার ৬১৪ কোটি ৯৯ লাখ টাকা।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৪১ ঘন্টা, এপ্রিল ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad