ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সোমবার থেকে মূল মার্কেটে গ্রামীণফোন ও ম্যারিকো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০
সোমবার থেকে মূল মার্কেটে গ্রামীণফোন ও ম্যারিকো

ঢাকা: টানা ১০ মাস স্পট মার্কেটে লেনদেনের পর অবশেষে মূল মার্কেটে ফিরে আসছে গ্রামীণফোন ও ম্যারিকোর লেনদেন। সোমবার থেকে এই দুই কোম্পানির লেনদেন স্পট মার্কেটের পরিবর্তে মূল মার্কেটে চালু হবে।



রোববার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র আনোয়ারুল কবির ভূইয়া বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
 
এর আগে অস্বাভাবিকভাবে দাম বাড়ার কারণে গত ১৮ ফেব্রুয়ারি বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি গ্রামীণফোন ও ম্যারিকোর  লেনদেন মূল মার্কেটের পরিবর্তে স্পট মার্কেটে কেনাবেচার সিদ্ধান্ত নেয়। এসইসির ওই সিদ্ধান্ত গত ২২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয় এবং টানা ১০ মাস স্পট মার্কেটে লেনদেন হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।