ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

হা-মীম গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডে বিরোধীদলের ইন্ধন রয়েছে: বাণিজ্যমন্ত্রী

জাহিদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০
হা-মীম গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডে বিরোধীদলের ইন্ধন রয়েছে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বাণিজ্যমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, আশুলিয়ায় হা-মীম গ্রুপের তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা। এর পেছনে বিরোধীদলের ইন্ধন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।



রোববার সকালে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে গিয়ে বাংলানিউজের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘কারখানা পরিদর্শন করে দেখেছি, এখানে যে বৈদ্যুতিক সিস্টেম তাতে করে ইলেকট্রিক্যাল ডিভাইস থেকে আগুন লাগার কথা নয়। বাইরের ইন্ধনে শ্রমিকদেরই কেউ এ নাশকতা ঘটিয়েছেন বলে আমার মনে হয়। ’

মন্ত্রী বলেন, ‘ওই দিন আমরা অন্যান্য স্থানেও একই ধরনের প্রবণতা লক্ষ করেছি। আমরা যদি বর্তমান রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করি তাহলে এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ’

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার গতি, সামনে এগিয়ে যাওয়ার যে মোমেন্টাম সৃষ্টি হয়েছে তা নস্যাৎ করতে তৎপর বিরোধীদল। এটা খুবই দুঃখজনক, আমরা ব্যবস্থা নিচ্ছি। ’

ফারুক খান বলেন, ‘শিল্প নষ্ট হলে মালিকের যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় শ্রমিকদের। ’

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি একে আজাদের কারখানায় এ ধরণের কর্মকাণ্ড বিরোধীদলের নাশকতার ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘বিরোধীদলের মহাসচিব একে আজাদকে যে ভাষায় আক্রমণ করেছিলেন তাতে এ ধরনের কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার গভীর ইঙ্গিত বহন করে। ’

এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে বিরোধীদলের একটি ‘কোটারি’ জড়িত বলে দাবি করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা দেশের অর্থনীতি নিয়ে ষড়যন্ত্র করছেন, জ্বালাও-পোড়াও রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন তাদের ইন্ধনে এ ঘটনা ঘটেছে। ’

বাণিজ্যমন্ত্রী তিগ্রস্ত কারখানা ঘুরে দেখেন ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পরে সাংবাদিক সম্মেলন করে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৮০ কোটি টাকার তি হয়েছে বলে দাবি জানায় কারখানা কর্তৃপ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, হা-মীম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।