ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

‘ব্রান্ডউইটজ ২০১০’ চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০
‘ব্রান্ডউইটজ ২০১০’ চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি

ঢাকা: দেশের সবচেয়ে বড় মার্কেটিং প্রতিযোগিতা ‘ব্র্যান্ডউইটজ ২০১০’ চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবার চ্যাম্পিয়ন না হতে পারলেও ১ম ও ২য় রানারআপের স্থান দখল করে রেখেছে।



চূড়ান্ত পর্বের অপর প্রতিযোগি দল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্র্সিটি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার তৃতীয়বারের মতো ইউনিলিভার বাংলাদেশ লি. এর হেয়ার ব্রান্ড ‘কিয়ার’ এর ব্যানারে ও ঢাকা বিশ্ববিধ্যলয়ের আইবিএ বিভাগের কমিউনিকেশন কাবের আয়োজনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বে ৪টি প্রতিযোগী দল ‘ওয়ার্ল্ড কাপ ২০১১ এর লক্ষ্যে বাংলাদেশ ব্রান্ডিং’ শিরোনামে নিজ নিজ উস্থাপনা ভিডিও ও বক্তব্য আকারে উপস্থাপন করে। ন্যাট্য ব্যক্তিত্ব আলী জাকের, ক্রিকেটার আতাহার আলী খান ও শাহ ইমাম মাসুদ বিচারকের দায়িত্ব পালন করে।

প্রতিটি দলে তিনজন করে সদস্য এ উপস্থাপনায় অংশ নেয়।

প্রতিযোগিতার প্রথম পর্বে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০টি  দল অংশ নেয়। এর মধ্যে থেকে ১২টি বাচাই করা হয়। এই ১২টি দল থেকে চূড়ান্ত পর্বের জন্য ৪টি দল বাচাই করা হয়।

বাংলাদেশ সময় : ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।