ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

হা-মীম গ্রুপে অগ্নিকাণ্ডে শ্রমিকদের প্রাণহানিতে বসুন্ধরা গ্রুপের শোক

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০
হা-মীম গ্রুপে অগ্নিকাণ্ডে শ্রমিকদের প্রাণহানিতে বসুন্ধরা গ্রুপের শোক

ঢাকা : আশুলিয়ায় হা-মীম গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিকদের প্রাণহানি ও সম্পদের ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান গ্রুপের পক্ষে পাঠানো এক শোকবার্তায় বলেন, ‘এই দুঃসময়ে আমরা হা-মীম গ্রুপ ও গ্রুপের শ্রমিক ভাইদের সঙ্গে আছি।



শোকবার্তায় আহমেদ আকবর সোবহান নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনা করেন। এছাড়া নিহত শ্রমিকদের শোক সন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, নিহত ও আহত শ্রমিক ভাইদের পরিবারের জন্য হা-মীম গ্রুপ ও বিজিএমইএ যে সাহায্য ও সহায়তার হাত বাড়িয়েছে তা প্রসংশনীয়।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় তিনি ফায়ার সার্ভিস, সশস্ত্রবাহনী, র‌্যাব ও পুলিশ বাহিনীর ভূমিকার প্রসংশা করেন।

তিনি বলেন, আমরা আশা করি যথাযথ তদন্তের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় হবে এবং এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা বন্ধ হবে।

বাংলাদেশ সময় : ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।