ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এইচএসবিসি-তে শরিয়াভিত্তিক ব্যাংকিং সেবা চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০
এইচএসবিসি-তে শরিয়াভিত্তিক ব্যাংকিং সেবা চালু

ঢাকা: শরিয়াভিত্তিক ব্যাংকিং সেবা চালু করেছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) লিমিটেড বাংলাদেশে।

এ উপলক্ষে গুলশান-২’র আইকে টাওয়ারে এইচএসবিসি আমানাহ’র সম্পূর্ণ প্রোডাক্ট রেঞ্জ ও একটি ফাগশিপ শাখা চালু করা হয়েছে।



বুধবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এইচএসবিসি এ ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে এইচএসবিসি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব ইন্টারন্যাশনাল গাই হারভে স্যামুয়েল ব্যাংকটির বিশ্বব্যাপী উপস্থিতি ও সামর্থ্যরে কথা উল্লেখ করে বলেন, ‘বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকের সুবিদিত  সেবা ও আন্তর্জাতিক সংযুক্তি এইচএসবিসি আমানাহ’র গ্রাহকরা পাবেন। ’

এইচএসবিসি আমানাহ’র গ্লোবাল উপ-প্রাধান নির্বাহী রাজী ফাকিহ আমানা’র শরিয়াসম্মত সেবার উল্লেখ করে বলেন, ‘ইসলামী বিধির সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে এইচএসবিসি আমানাহ’র পণ্যগুলোর ডিজাইন করা হয়েছে। ’

বিশ্বের শীর্ষস্থানীয় শরিয়াহ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এইচএসবিসি আমানাহ’র কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান রাজী ফাকিহ।

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ বলেন, ‘আমরা নিশ্চিত যে বাংলাদেশের গ্রাহকরা এইচএসবিসি আমানাহর সহায়তায় তাদের বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের ব্যাংকিং সেবা উপভোগ করবেন। ’

এক প্রশ্নের জবাবে বাংলাদেশে আমানাহ পার্সোনাল ব্যাংকিং প্রধান লায়লা এফ রহিম বলেন, ‘এইচএসবিসি আমানাহ’র সেবা অমুসলিমরাও নিতে পারবেন। এ ব্যাপারে শরিয়ায় কোনও বিধিনিষেধ নেই। ’

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন শাখাটিতে প্রখ্যাত শিল্পী মুর্তজা বশীরের আঁকা ১২টি ইসলামী ক্যালিগ্রাফি নিয়ে একটি প্রদর্শনী ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ চলবে।
এইচএসবিসি’র গ্রাহকরা ক্যালিগ্রাফি কেনার সুযোগ পাবেন। ক্যালিগ্রাফি বিক্রির সব অর্থ আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ফান্ডে জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১২  ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।