ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

প্রতিদিনই বাড়ছে কলমানি সুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০
প্রতিদিনই বাড়ছে কলমানি সুদ

ঢাকা: প্রতিদিনই বাড়ছে আন্তঃব্যাংক লেনদেনের সুদের হার (কলমানি সুদ)। মঙ্গলবার রাজধানীর কলমানি মার্কেটের সুদের হার সর্বোচ্চ ৬২ শতাংশ পর্যন্ত ওঠে।



সোমবার এই হার ৫০ শতাংশ এবং এর আগের দিন (রোববার) এটি ওঠেছিল ৪০ শতাংশ পর্যন্ত।

মঙ্গলবার কলমানি মার্কেটে সুদের হার আন্তঃব্যাংকগুলোর মধ্যে ৩৫ শতাংশ থেকে ৬১ শতাংশ পর্যন্ত এবং অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে তা ৪৭ শতাংশ থেকে ৬২ শতাংশ পর্যন্ত ওঠা-নামা করে। এদিন মোট আন্তঃব্যাংক লেনদেন হয়েছে ২ হাজার ৭২১ কোটি টাকা।    

সম্প্রতি আমদানি বেড়ে যাওয়া এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংকিং খাতের দুই ধরনের বিধিবদ্ধ জমার হার (সিআরআর ও এসএলআর) বাড়ানোর নির্দেশের প্রভাবে ব্যাংকগুলোতে টাকার চাহিদা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর ফলে কলমানি সুদের হার বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।