ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নাসির উদ্দিন, আখাউড়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌরসভা নির্বাচনের ফল ঘোষণার কারণে মঙ্গলবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

আগরতলার স্থলবন্দরের শ্রমিকরা ফল ঘোষণা অনুষ্ঠানে যোগ দেওয়ায় তারা বন্দরে কাজ করছেন না।

এ কারণে আগরতলা-আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আছে।

আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে আগরতলা পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়। সোমবার সন্ধ্যায় আগরতলার ব্যবসায়ীরা আখাউড়ার ব্যবসায়ীদের এক চিঠিতে জানান, আগরতলা বন্দরের শ্রমিকরা পৌর নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার কাজ করবেন না বলে জানিয়েছেন।

আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী বাংলানিউজকে জানান, সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

তবে বুধবার থেকে বন্দরের স্বাভাবিক কাজকর্ম ফের শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।