ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আইএএমটিএনের ‘সেরা নতুন সেবা’ পুরস্কার পেয়েছে বাংলালিংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
আইএএমটিএনের ‘সেরা নতুন সেবা’ পুরস্কার পেয়েছে বাংলালিংক

ঢাকা: ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য মানি ট্রান্সফার নেটওয়ার্কস [আইএএমটিএন] এর ‘সেরা নতুন সেবা’ পুরস্কার পেয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংক।

কমভিভার মবিকুইটি এনমানির প্রযুক্তি সহযোগিতায় মোবাইল রেমিটেন্স সার্ভিসের জন্যে সম্মানজনক এই পুরস্কার পেয়েছে বাংলালিংক।

বাংলালিংকের নতুন এই সেবার মধ্য দিয়ে দণি এশিয়ায় মোবাইল ফোনের মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক রেমিটেন্স সার্ভিস ব্যবস্থা চালু হয়েছে।

সোমবার অপারেটরটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএএমটিএন-এর আয়োজনে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত মানি ট্রান্সফারস লন্ডন সমেলন ২০১০- এ ‘সেরা নতুন সেবা’ সুবিধা পুরস্কার ঘোষণা করা হয়। বিশে^র মানি ট্রান্সফার ইন্ডাস্ট্র্রির একমাত্র আন্তর্জাতিক ট্রেড অ্যাসোসিয়েশন হচ্ছে আইএএমটিএন।  

উল্লেখ্য, ঢাকা ব্যাংক ও ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলালিংক মোবাইল রেমিটেন্স সার্ভিস মোবাইল ফোনের মাধ্যমে সুবিধাজনক ক্যাশ-ফ্রি ও কার্ড-ফ্রি লেনদেন ব্যবস্থাপনা চালু করেছে। এই ব্যবস্থায় বাংলালিংক গ্রাহকরা নিরাপদ ওয়ালেট একাউন্টের মাধ্যমে প্রবাসী শ্রমজীবি স^জনদের পাঠানো বৈদেশিক মুদ্রা সহজেই গ্রহণ করতে পারছেন। বাংলালিংক মোবাইল রেমিটেন্স সার্ভিস এরইমধ্যে দেশজুড়ে ১,০০০ এরও বেশি মোবাইল ক্যাশ পয়েন্টে পাওয়া যাচ্ছে। একইসঙ্গে এর রয়েছে ২০ দেশে ১,০০,০০০ স্থানীয় এজেন্ট।  

বাংলাদেশ সময়: ২০.০০ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad