ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এশিয়া ইন্স্যুরেন্সের রাইট শেয়ার অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

ঢাকা: এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সোমবার এসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।



সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র আনোয়ারুল কবির ভূঁইয়া বিষয়টি সাংবাদিকদের জানান।
 
এই অনুমোদনের ফলে কোম্পানির বিনিয়োগকারীরা প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার পাবেন।

দশ টাকা অভিহিত মূল্যের প্রতিটি রাইট শেয়ারের বিপরীতে দশ টাকা প্রিমিয়াম নেওয়া হচ্ছে।

কোম্পানিটি রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজারে থেকে ৩৩ কোটি টাকা সংগ্রহ করবে।
 
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।