ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ার কিনতে ১:১ মার্জিনঋণ: আজ থেকে কার্যকর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
শেয়ার কিনতে ১:১ মার্জিনঋণ: আজ থেকে কার্যকর

ঢাকা: মাত্র তিন সপ্তাহের মাথায় আবারও পরিবর্তন আনা হলো মার্জিনঋণের সুবিধায়। গত সপ্তাহের ব্যাপক দরপতন আর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে রেকর্ডপরিমাণ সূচকের পতনের পরপরই সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এ সিদ্ধান্ত।



সোমবার এসইসি মার্জিনঋণের নতুন অনুপাত নির্ধারণ করেছে ১:১। এ সুবিধা আজ থেকেই কার্যকর করা হয়েছে। এর আগে গত ২১ নভেম্বর এ অনুপাত অর্ধেকে (১:০.৫) নামিয়ে আনা হয়েছিল।

পুঁজিবাজারের দরপতন ঠেকাতেই মার্জিনঋণের ক্ষেত্রে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

তবে সকালে এ ব্যাপারে এসইসির কেউ মুখ না খুললেও বিভিন্ন ব্রোকারেজ হাউজ বিষয়টি নিশ্চিত করে।

রশিদ ইনভেস্টমেন্ট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আহমদ রশিদ লালী বাংলানিউজকে বলেন,‘ সকালেই এসইসি আমাদের মার্জিনঋণ বাড়ানোর কথা জানিয়েছে। এ সুবিধা এরইমধ্যে কার্যকর করা হয়েছে। ’

দুপুর ১২টার দিকে এসইসির নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পুঁজিবাজারের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে এসইসির বাজার পর্যালোচনা কমিটি মার্জিনঋণ বাড়ানোর সিদ্ধা নিয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।