ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কলমানি সুদের হার ৪০ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

ঢাকা: রাজধানীতে রোববার হঠাৎ করেই বেড়ে যায় আন্ত:ব্যাংক লেনদেনের (কলমানি মার্কেট) সুদের হার। যা অন্যান্য দিন ১০ শতাংশের মধ্যে ওঠা-নামা করে, এদিন তা সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত গিয়ে ওঠে।

গত রোববারও কলমানি সুদের হার ৩০.৫০ শতাংশ পর্যন্ত ওঠেছিল।

তবে কলমানি মার্কেটে সুদের হার বেড়ে যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। ব্যাংকাররা বলছেন, সম্প্রতি আমদানি ব্যয় বেড়েছে। এজন্য বাজারে টাকার চাহিদা বেড়েছে।
 
এছাড়া সম্প্রতি (গত ০১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর নগদ জমার হার (সিআরআর) বাড়িয়েছে। যা আগামী ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। সিআরআর বাড়ানোর কারণে ব্যাংকগুলোর তারল্যের একটা উল্লেখযোগ্য অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে।

ফলে ব্যাংকিং খাতের উদ্বৃত্ত তারল্য অনেকাংশে হ্রাস পাবে। এ কারণেও সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোতে টাকার চাহিদা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যার ফলে কলমানি সুদের হার বেড়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।