ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য, মার্কেট লট পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
প্রাইম ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য, মার্কেট লট পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য ও মার্কেট লট পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
 
বৃহস্পতিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে অনুষ্ঠিত ব্যাংকের ৮ম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী ইজিএম-এ সভাপতিত্ব করেন।

ইজিএম-এ অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য একশ’ টাকা থেকে কমিয়ে ১০ টাকা এবং মার্কেট লট ৫০টি থেকে ২৫০টিতে উন্নীত করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি’র অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
 
ইজিএম-এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন ইমাম আনোয়ার হোসেন, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপারসন শাহনাজ কাশেম, পরিচালনা পর্ষদের সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা, মফিজ আহমেদ ভূইয়া, ড. মোহাম্মদ আসলাম ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।