ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

গ্রামে বেসরকারি ব্যাংকের শাখা না থাকলে শহরেও থাকবে না: ড. আতিউর

আশরাফুল আলম লিটন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
গ্রামে বেসরকারি ব্যাংকের শাখা না থাকলে শহরেও থাকবে না: ড. আতিউর

মানিকগঞ্জ: বেসরকারি ব্যাংকগুলো গ্রামে গিয়ে শাখা না করলে, তাদের আর শহরে শাখা করার অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

তিনি আরও বলেছেন, কৃষকরা সরকারের কাছ থেকে নেওয়া ঋণের টাকা আতœসাৎ করে না, বরং ধনীরাই ঋণ নিয়ে সরকারের টাকা মেরে দেয়।



বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে কৃষিব্যাংকের ৯৬২তম শাখা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ২৭ জন কৃষকের হাতে ঋণের ৯ লাখ ৪৩ হাজার টাকা তুলে দেন।

বাংলাদেশ কৃষিব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ, ব্যবস্থাপনা পরিচালক মোখতার হোসেন, কৃষিব্যাংকের ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক সৈয়দ আহমেদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, আমদানি করতে হয় এমন  কৃষিপণ্য চাষাবাদের জন্য ব্যাংকগুলো কৃষকদের মাত্র দুই শতাংশ সুদে ঋণ দেবে। সরকার ও বাংলাদেশ ব্যাংক ভর্তুকি বাবদ এই ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে শতকরা ছয় টাকা সার্ভিস চার্জ প্রদান করবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।