ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কিছু কিছু ব্যবসায়ী তেলের মূল্য কমায়নি: ফারুক খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
কিছু কিছু ব্যবসায়ী তেলের মূল্য কমায়নি: ফারুক খান

ঢাকা:  যেসব ব্যবসায়ী ভোজ্যতেলের মূল্য কমায়নি তাদের ব্যাপারে কী করা যায় এ নিয়ে মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান একথা জানান।



তিনি বলেন, ‘আগামী দু’একদিনের মধ্যেই সবখানে ভোজ্যতেল নির্ধারিত মূল্যে বিক্রি হবে। এরই মধ্যে অধিকাংশ ব্যবসায়ী মূল্য কমিয়েছেন। কিছু কিছু ব্যবসায়ী কমাননি। তাদের ব্যাপারে মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে। ’

মন্ত্রী বলেন, ‘আমরা মিলগেটগুলোতে মনিটরিং করছি। এরই মধ্যে তিনটি মিল পরিদর্শন করা হয়েছে। সেগুলোতে নির্ধারিত দরেই তেল বিক্রি হচ্ছে।

তিনি বলেন, ‘তেলের এই মূল্য মন্ত্রণালয় ঠিক করে দেয়নি। মন্ত্রণালয়ের সহায়তায় ব্যবসায়ীরা নিজেরাই তা নির্ধারণ করেছেন। ’

ব্যবসায়ীরা তাদের নিজেদের নির্ধারিত মূল্যে তেল বিক্রি করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।