ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ারের দরপতনে চট্টগ্রামেও বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০

চট্টগ্রাম: শেয়ারবাজারে দরপতনে আতঙ্কিত বিনিয়োগকারীরা বুধবার চট্টগ্রামেও বিক্ষোভ করেছেন।  

ব্যাপক দরপতনের খবর পেয়ে বুধবার দুপুর দেড়টার দিকে কয়েকশ’ বিনিয়োগকারী নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মিছিল করেন।

এরপর মিছিল নিয়ে তারা আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের অনুরোধে বিনিয়োগকারীদের পাঁচজনের একটি প্রতিনিধি দল সিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেন।

স্থানীয় ডবলমুরিং থানার ওসি রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘শেয়ারবাজারে দরপতনের খবর শুনে কয়েকজন বিনিয়োগকারী এসে স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছিলেন। তবে আবার শেয়ার সূচকের উর্দ্ধগতি হচ্ছে জানতে পেরে তারা চলে যান। ’

সিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. আব্দুল্লাহ মামুন বাংলানিউজকে বলেন, ‘বিনিয়োগকারীদের স্মারকলিপিটি এসইসি বরাবরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ’

আতঙ্কিত না হয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধৈর্য্য ধারণের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।