ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

টাঙ্গাইলে শেয়ার ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

তপু আহম্মেদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০

টাঙ্গাইল: শেয়ারবাজারে সরকারের নতুন নিয়ম ও খবরদারিতে শেয়ারের দরপতন ঘটেছে দাবি করে টাঙ্গাইলে বুধবার দুপুর ১টায় বিক্ষোভ মিছিল করেছেন শেয়ার ব্যবসায় সাধারণ বিনিয়োগকারীরা।

দুপুর ১টার দিকে শেয়ার ব্যবসায়ীরা শহরের ভিক্টোরিয়া রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের আদালত রোড, পাঁচআনী বাজার, ছয়আনী বাজার ও মেইন রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করেন।


 
বিক্ষোভ মিছিলে শেয়ার ব্যবসায়ীরা এসিই’র কর্মকর্তাদের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং শিগগিরই নতুন নিয়মন-কানুনগুলো পুনর্বিবেচনা ও শেয়ারের দরপতন রোধে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় জেলা শহরের শেয়ার ব্যবসায়ী শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, সরকার হঠাৎ করেই শেয়ারবাজারে যে নিয়ম-কানুন চালু করেছে এতে সাধারণ শেয়ার ব্যবসায়ীরা তিগ্রস্ত হচ্ছেন। এছাড়া যারা নতুন করে শেয়ার ব্যবসায় সম্পৃক্ত হতে চাচ্ছে তারা চরম ভোগান্তি ও হতাশার মধ্যে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।