ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ইইউ-তে বাংলাদেশের রপ্তানি ৩শ’ কোটি ডলার বাড়বে : বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০
ইইউ-তে বাংলাদেশের রপ্তানি ৩শ’ কোটি ডলার বাড়বে : বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বিদ্যমান জিএসপি সুবিধা আরও শিথিল করায় ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ৩শ’ কোটি ডলার বাড়বে বলে আশা করেছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বুধবার রাজধানীর হোটেল শেরাটনে ‘ইইউ-বাংলাদেশ ট্রেড রিলেশন্স: লেটেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ আশা করেন।



ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র প্রতিনিধি দলের ফার্স্ট সেক্রেটারি এন্ড্রু বার্নার্ড ও বাণিজ্য উপদেষ্টা জিল্লুল হাই রাজীও সেমিনারে বক্তব্য রাখেন।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে ইইউ-তে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বছরে ৬শ’ কোটি ডলার। আগামী ১ জানুয়ারি থেকে বাড়তি সুবিধা কার্যকর হলে রপ্তানির পরিমাণ আরও ৩শ’ কোটি ডলার বাড়বে। ’

এজন্য বাংলাদেশকে অভ্যন্তরীণ সমস্যা কাটিয়ে উঠতে হবে জানিয়ে তিনি বলেন, ‘এর সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতাও গুরুত্বপূর্ণ। ’

অন্যান্য দেশের সঙ্গে ইইউ’র ‘মুক্ত বাণিজ্য চুক্তি’র কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এতে করে আগামীতে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পণ্য প্রবেশের চ্যালেঞ্জ আরও বেড়ে যাবে। ’
 
বিদ্যমান জিএসপি সুবিধা আরো শিথিল করায় দেশের তৈরি পোশাক শিল্প উপকৃত হলেও দেশীয় টেক্সটাইল খাত কিছুটা ঝুঁকির সম্মুখীন হতে পারে বলে ফারুক খান আশঙ্কা করেন।

বিষয়টি নিয়ে টেক্সটাইল খাতের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময় : ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad