ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

প্রাইভেটাইজেশন কমিশনের ৫২তম সভা বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০

ঢাকা: বেসরকারিকরণ কমিশনের (প্রাইভেটাইজেশন কমিশন) ৫২তম কমিশন সভার মূলতবি সভা বুধবার অনুষ্ঠিত হবে।

সভায় শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণের লক্ষ্যে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো ইজারা দেওয়ার শর্তাবলী ও ইজারা চুক্তির খসড়া অনুমোদন, রাঙ্গামাটি টেক্সটাইল মিল বেসরকারিকরণ ও এর টেন্ডারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, ন্যাশনাল সুগার মিলস হস্তান্তরের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ এবং মনোয়ার জুট মিলস ও হাফিজ টেক্সটাইল মিল হস্তান্তরে জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।



কমিশনের চেয়ারম্যান ড. মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় কমিশন সদস্যরা (ছয়জন সংসদ সদস্য ও পেশাজীবী সংগঠনের একজন প্রতিনিধি) ছাড়াও অর্থ, শিল্প, বস্ত্র ও পাট, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং এফবিসিসিআই সভাপতির উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।