ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রুগ্ন শিল্পের বন্ধকী সম্পত্তি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০
রুগ্ন শিল্পের বন্ধকী সম্পত্তি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ঢাকা: দেশের রুগ্ন শিল্পগুলোর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও বন্ধকী সম্পত্তি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন উদ্যোক্তারা।

তারা বলছেন, এ ধরনের শিল্প কারখানার কাছে বর্তমানে ব্যাংকের কোনো পাওনা নেই।



মঙ্গলবার জাতীয় প্রেসকাবে বাংলাদেশ সিক ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী মুহাম্মদ ইস্হাক।

তিনি বলেন, ‘দেশের রুগ্ন শিল্পগুলোর কাছে বর্তমানে ব্যাংকের কোনো পাওনা নেই। বরং এ খাত থেকে ব্যাংকগুলোর কাছে সরকারের ১ হাজার ২শ’ কোটি টাকা পাওনা রয়েছে। ’

রুগ্ন শিল্পের সমস্যা সমাধানে গত ২০০৯-১০ ও চলতি ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটে মোট ৭ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ রাখা হয়েছিল উল্লেখ করে ইস্হাক বলেন, ‘... কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ’

বর্তমান সরকার কর্তৃক প্রণীত শিল্পনীতিতে রুগ্ন শিল্পগুলোর জন্য যে ‘বেইল আউট অ্যান্ড এক্সিট’ পদ্ধতি রাখা হয়েছে তা বাস্তবায়নে তিনি প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ প্রদানের অনুরোধ জানান।  

এক প্রশ্নের জবাবে চৌধুরী মুহাম্মদ ইস্হাক ‘রুগ্ন শিল্পের জন্য পৃথক আইন’ প্রণয়নের দাবি জানানা।

তিনি বলেন, ‘অর্থঋণ আদালত আইন ও দেউলিয়া আইন এগুলো কালো আইন। অবিলম্বে এগুলো সংশোধন করা প্রয়োজন। ’
 
সংবাদ সম্মেলনে রুগ্ন শিল্পগুলোর জন্য ‘বেইল আউট অ্যান্ড এক্সিট’ পদ্ধতি বাস্তবায়নে পাঁচ দফা সুপারিশ প্রস্তাব তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।