ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বন্ধ ৪টি পাটকল আবার চালু হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০

ঢাকা: বন্ধ থাকা ও ইজারাফেরত চারটি পাটকল আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সোমবার সংসদে প্রশ্নোত্তরপর্বে এ তথ্য জানান।



কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য তাজুল ইসলামের প্রশ্নের জবাবে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জের রায়পুরস্থ কওমী জুট মিলস ও খুলনার খালিশপুরের দৌলতপুর জুট মিলস এবং ইজারাফেরত খালিশপুরের পিপলস জুট মিলস ও চট্টগ্রামের বাঁশবাড়িয়াস্থ এমএম জুট মিলস আবারও চালু করা হবে। ’

এছাড়া রাজশাহী জুট মিলের নির্মাণাধীন দ্বিতীয় ইউনিটও চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।