ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আরও দুই কোম্পানির লেনদেন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

ঢাকা: অস্বাভাবিক দাম বাড়ার কারণে আরও দুই কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

কোম্পানিগুলো হচ্ছে-দুলামিয়া কটন ও রহিম টেক্সটাইল।



বুধবার সকালে লেনদেন শুরুর ১ ঘণ্টা পর এ ২ কোম্পানি লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে গত দু’দিনে অস্বাভাবিক দাম বাড়ার কারণে ১৫ কোম্পানির লেনদেন বন্ধ করা হলো।

এদের মধ্যে ১০০ টাকা অভিহিত মূল্যে দুলামিয়া কটনের প্রতিটি শেয়ার লেনদেন বন্ধ করার আগ মুহূর্তে আগের দিনের চেয়ে ৭৫ টাকা বেড়ে সর্বশেষ ৫১৫ টাকায় লেনদেন হয়। গত ৬ কার্যদিবসে এ কোম্পানির প্রতিটি শেয়ার ২৬০ টাকা থেকে প্রায় দ্বিগুণ বেড়ে ৫১৫ টাকায় উন্নীত হয়।
 
অন্যদিকে রহিম টেক্সটাইল প্রতিটি শেয়ার লেনদেন বন্ধ করার আগ মুহূর্তে আগের দিনের চেয়ে ২৩১ টাকা বেড়ে ২ হাজার ৫৪৩ টাকায় সর্বশেষ লেনদেন হয়। অথচ চার কার্যদিবস আগেও এ কোম্পানির প্রতিটি শেয়ার ১ হাজার ৭০০ টাকায় লেনদেন হয়।
 
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad