bangla news

প্রতিবন্ধীদের পাশে ইসলামী ব্যাংক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১১-২৪ ৮:১৫:৩৭ এএম

প্রতিবন্ধীদের পুনর্বাসনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এ লক্ষ্যে তারা ১৫ লাখ টাকা অর্থ দিয়েছে।

 

ঢাকা: প্রতিবন্ধীদের পুনর্বাসনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এ লক্ষ্যে তারা ১৫ লাখ টাকা অর্থ দিয়েছে।

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে মানিকগঞ্জের সিঙ্গাইর থানার শিা ও পুনর্বাসনকেন্দ্র ‘সালভেশন ফর দ্য ডিজারভিং’-কে এ অনুদান দেওয়া হয়।

গত মঙ্গলবার ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের পুনর্বাসনকেন্দ্রের চেয়ারম্যান ও একমি গ্রুপের চেয়ারম্যান নসির-উর-রহমান সিনহার কাছে ১৫ লাখ টাকার চেকটি তুলে দেন।

এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আশেক আহমদ জেবাল, ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম, স্যালভেশন ফর দ্য ডিজারভিং’র নির্বাহী পরিচালক খন্দকার কাউসার জাহান তাসমিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-11-24 08:15:37