ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘বাটেক্সপো ২০১০’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০
বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘বাটেক্সপো ২০১০’

ঢাকা : দেশের তৈরি পোশাক শিল্পের ২১তম বাৎসরিক প্রদর্শনী ‘বাটেক্সপো ২০১০’ বৃহস্পতিবার শুরু হচ্ছে। এবার মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে।



পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাটেক্সপো ২০১০ উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে তিনি দেশে না থাকায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবারের বাটেক্সপো উদ্বোধন করবেন।

উদ্বোধনী অধিবেশন শুরু হবে সকাল ১১ টায়।

‘বাটেক্সপো ২০১০’ উপলক্ষে বুধবার বিজিএমইএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবদুস সালাম মুর্শেদী।

সংবাদ সম্মেলনে বলা হয়, বরাবরের মতো এবারও বাটেক্সপো উপলক্ষে বিভিন্ন দেশের ক্রেতারা দেশে আসবেন। তিনদিনের এই বাটেক্সপোতে প্রতিদিনই থাকছে সংশ্লিষ্ট বিষয়ক সেমিনার এবং বৃহস্পতি ও শুক্রবার বাটেক্সপো নাইট। শনিবার বাটেক্সপো’র সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।