ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পরিবেশ সৃষ্টি করতে হবে : জাপানি রাষ্ট্রদূত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০
জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পরিবেশ সৃষ্টি করতে হবে : জাপানি রাষ্ট্রদূত

ঢাকা : জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে এবং বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনের বিষয়ে জোর দিতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকা।

এছাড়া বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়ার জন্য জাপানের আগ্রহ আছে বলেও তিনি উল্লেখ করেন।



ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জাপান সফর উপলক্ষে মিট দ্য রিপোর্টার্স প্রোগ্রামের অংশ হিসেবে জাপানি দূতাবাস ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

তামোৎসু বলেন, ‘বাংলাদেশে বিদ্যুৎ, গ্যাস এবং অবকাঠামোসহ গভীর সমুদ্র বন্দরের অভাব রয়েছে। যদি বাংলাদেশ এসব ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে পারে তাহলে আমি জাপানি বিনিয়োগকারীদের এখানো বিনিয়োগে আশ্বস্ত করব। ’

তিনি বলেন, ‘এই সফরে পদ্মা সেতু নির্মাণে জাপানের আর্থিক সহায়তার বিষয়ে বাংলাদেশ ও জাপানের প্রধামন্ত্রীর মধ্যে ইতিবাচক আলোচনা হবে। ’

রাষ্ট্রদূত আরও বলেন, ‘দুই দেশের মধ্যে কীভাবে বাণিজ্যক উন্নয়ন ও বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশের জাপানি অর্থনৈতিক সহযোগীতার বাড়ানোর ব্যাপারে দুই প্রধানমন্ত্রী আলোচনা করবেন। ’  

বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জাপান সফর গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘কেন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ জাপানি বিনেয়োগকারীদের তা বুঝিয়ে সুযোগ নিতে পারে। ’

ঢাক রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামিম আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।