ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: এসইসি চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০
পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: এসইসি চেয়ারম্যান

ঢাকাঃ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার বলেছেন, দেশের পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদে টেকসই করতে যথাযথ ভূমিকা পালনের জন্য স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ, সম্পদ ব্যবস্থাপক, মার্চেন্ট ব্যাংকারসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।

পাশাপাশি পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

যাতে কেউ কোনো অনিয়ম করে পার পেতে না পারে।

বুধবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুনর্নির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসইসি চেয়ারম্যান আরো বলেন, দেশের শেয়ারবাজার সম্পসারিত হওয়ার সঙ্গে সঙ্গে স্টক এক্সচেঞ্জ এবং এর সদস্যদের কার্যক্রমেরও সম্প্রসারণ ঘটেছে। এসব প্রতিষ্ঠানে সামগ্রিক পরিবেশের সঙ্গে কাজের মানেরও সমন্বয় ঘটাতে হবে।

ডিএসই সভাপতি শাকিল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ। এসময় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, ডিএসই’র সাবেক সভাপতি মো: রকিবুর রহমান ও আহাম্মেদ ইকবাল হাসান সহ ডিএসই’র পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়ঃ ২০১০ঘন্টা ১০ নভেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।