ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিটিতে ‘ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, আগস্ট ২০, ২০২৫
বসুন্ধরা সিটিতে ‘ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট’ বসুন্ধরা সিটি শপিংমলে শুরু হয়েছে ‘ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট’ | ছবি: জিএম মুজিবুর

কেনাকাটার এক দারুণ সুযোগ নিয়ে বসুন্ধরা সিটি শপিংমলে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ‘ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট’। ঋতুরানি শরতের এই সময়ে ক্রেতাদের জন্য এটি এক বিশেষ উপহার।

বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ড তাদের পণ্যে দিচ্ছে বিশাল ছাড়।

এই আয়োজনে অংশ নিচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড আমিন জুয়েলার্স, ফ্রিল্যান্ড, ক্লাবহাউজ, ইনফিনিটি মেগা মল, মেন্স ওয়ার্ল্ড, ইরানি বোরখা বাজার, বে, মিনিসো এবং বন্ড। এসব ব্র্যান্ডের বিভিন্ন পণ্যে থাকছে ১৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়।

বুধবার (২০ আগস্ট) বিকেলে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের (বিসিডিএল) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এই আয়োজন চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ এহসান রেজা বলেন, বসুন্ধরা সিটি সবসময়ই নতুন ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে মানুষকে পরিচিত করতে এবং ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা দিতে চেষ্টা করে। শরতের এই উৎসবে একদিকে নতুন কালেকশন আসছে, অন্যদিকে আমাদের অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর পণ্যে থাকছে আকর্ষণীয় সব অফার।

তিনি জানান, বিশেষ বিক্রয়কেন্দ্রটি বসুন্ধরা সিটির লেভেল-১-এর অ্যাট্রিয়ামে স্থাপন করা হয়েছে, যেখানে ক্রেতারা সহজেই নিজেদের পছন্দের জিনিসপত্র কিনতে পারবেন।

ইএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।