bangla news

শিল্পপতিদের শ্রমিকবান্ধব হওয়ার আহ্বান হুইপ ওহাবের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-১১-০৫ ৮:২২:৪৬ এএম

জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব বলেছেন, দেশের সকল শিল্পপতির শ্রমিকবান্ধব হওয়া উচিত। শ্রমিকের অস্তিত্ব বাদ দিলে শিল্প যেমন থাকে না, তেমনি শিল্পপতিরও অস্তিত্ব থাকে না।

যশোর: জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব বলেছেন, দেশের সকল শিল্পপতির শ্রমিকবান্ধব হওয়া উচিত। শ্রমিকের অস্তিত্ব বাদ দিলে শিল্প যেমন থাকে না, তেমনি শিল্পপতিরও অস্তিত্ব থাকে না।

শুক্রবার দুপুরে যশোরের আকিজ জুট মিলে শ্রমিক-কর্মচারীদের কৃতী সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
 
তিনি আরও বলেন, শ্রমিকের স্বার্থ দেখলে শেষ পর্যন্ত তাতে মালিকেরই লাভ হয়। দেশে কয়েক হাজার শিল্পপতি রয়েছেন, যারা তাদের শ্রমিকদের স্বার্থের দিকে খেয়াল রাখলে দেশের চেহারা দ্রুত পাল্টে যাবে।

আকিজ গ্র“পের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো: নূরুল আমিন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৮১০ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2010-11-05 08:22:46