ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পাঁচ বছরের বেশি পুরনো গাড়ি ক্রয়ে ব্যাংক ঋণ না দেওয়ার নির্দেশ

মান্নান মারুফ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০
পাঁচ বছরের বেশি পুরনো গাড়ি ক্রয়ে ব্যাংক ঋণ না দেওয়ার নির্দেশ

ঢাকা: পাঁচ বছরের অধিক পুরনো গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ব্যাংক ঋণ বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডি বিভাগের জিএম জাহাঙ্গীর বুধবার এ সার্কুলার (নম্বর  ৩৩) জারি করেন।

সার্কুলারটি বুধবারই তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, পরিবেশ দূষণ রোধ, যানজট নিরসন ও আমদানি নীতি অনুসরণের লক্ষ্যেই এ নির্দেশ প্রদান করা হয়।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, আমদানি নীতি আদেশ ২০০৯-২০১২ এর রেগুলেশন-২১ এর কিছু পরিবর্তন করা হয়েছে। এতে করে এখন থেকে ব্যাংক ঋণ নিয়ে গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কিছু বাধা নিষেধ দেওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- কোনোভাবেই পাঁচ বছরের অধিক সময়ের পুরনো গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ব্যাংক ঋণ প্রদান করা যাবে না।

সূত্র আরো জানিয়েছে, দিন দিন প্রাইভেড কার, মাইক্রোবাসসহ বিভিন্ন প্রকার গাড়ি ক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। অনেকাংশে গ্রাহকরা ব্যাংকের ঋণ গ্রহণ করে পাঁচ বছরের অধিক পুরনো গাড়ি ক্রয় করছেন। এতে পুরনো গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি পরিবেশও দূষিত হচ্ছে। একই সঙ্গে ব্যাপক হারে যানজট বাড়ছে। ফলে জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তাই যানজট ও পরিবেশ দূষণ কমানো এবং আমদানি নীতি কার্যকর করার লক্ষ্যেই পাঁচ বছরের পুরনো গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ব্যাংক ঋণ না দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে কিছুটা হলেও পরিবেশ দূষণ ও যানজট কমে আসবে বলেও সশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।