ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্মারক স্বর্ণমুদ্রার দাম বেড়ে দেড় লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪১, এপ্রিল ২১, ২০২৫
স্মারক স্বর্ণমুদ্রার দাম বেড়ে দেড় লাখ টাকা

দেশে এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম।

এমন পরিস্থিতিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ১৫ হাজার টাকা করে বাড়িয়ে এক লাখ ৫০ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল এক লাখ ৩৫ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে। নতুন দাম রোববার (২০ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা ১০ গ্রাম ওজনের স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটি বিক্রি হবে ১ লাখ ৫০ হাজার টাকায়। এ ছাড়া বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এসব রুপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম। এসব স্মারক রৌপ্যমুদ্রার দাম ৭ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
জেডএ/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।