ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নগদের নতুন প্রশাসক মোতাছিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
নগদের নতুন প্রশাসক মোতাছিম মো. মোতাছিম বিল্লাহ

ঢাকা: মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার পদত্যাগ করেছেন। তার জায়গা মো. মোতাছিম বিল্লাহকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তিনিও বাংলাদেশ ব্যাংকের পরিচালক।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।

বাংলাদেশ ব্যাংক জানায়, চট্টগ্রাম অফিসের পরিচালক মো. মোতাছিম বিল্লাহকে ডাক বিভাগের ডিজিটাল সার্ভিস নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট ২৭ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে নগদের বর্তমান প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পদায়ন করে এবং বিল্লাহকে প্রশাসক পদে তার স্থলাভিষিক্ত করা হয়।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার পদত্যাগ করেছেন বলে জানা গেছে। বেশ কিছুদিন ধরে তিনি অফিস করছেন না।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি তার ওপর হামলার ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে হুমকির অভিযোগ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বদিউজ্জামান। জিডিতে তিনি নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ আনেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর এসে ২১ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দেয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি ডাক বিভাগের একাধিক কর্মকর্তাকে সহকারী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নগদে নানা অবৈধ কার্যক্রম পরিচালনার চিত্র ইতোমধ্যে ধরা পড়েছে। এজন্য পুরোনো কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের ওপর অসন্তুষ্ট হয়ে উঠেছেন।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।