ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গালফ অয়েলের নতুন পরিবেশক এনএন এন্টারপ্রাইজ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
গালফ অয়েলের নতুন পরিবেশক এনএন এন্টারপ্রাইজ

যুক্তরাজ্যভিত্তিক গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অম্লান মিত্র বলেছেন, আগামী দিনের কথা বিবেচনায় রেখে লুব্রিকেন্ট মাল্টিন্যাশনাল গালফ অয়েল বাজারে আনছে 'ইউরো ৫', 'ইউরো ৬' স্ট্যান্ডার্ড লুব্রিকেন্ট ও আনুষঙ্গিক পণ্য, যা মডার্ন ভেহিকেলের ক্ষেত্রে অধিকতর কার্যকরী।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আগ্রাবাদের অ্যামব্রোশিয়া হোটেলে চট্টগ্রামে গালফ অয়েলের নতুন পরিবেশক হিসেবে এনএন এন্টারপ্রাইজের অভিষেক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ইফাদ অটোর সঙ্গে জয়েন্ট ভেনচারে গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড মীরসরাই শিল্পনগরে নিজস্ব কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। শিগগিরই কারখানাটি উৎপাদন শুরু করবে। এ কারখানায় ২ শতাধিক লোকের কর্মসংস্থান হবে। দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আহরণ করা হবে।

এনএন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী একেএম নিজাম উদ্দিনের হাতে স্মারক তুলে দেন গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অম্লান মিত্র।

এ সময় উপস্থিত ছিলেন গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার রাজদ্বীপ দাশ, ব্যবসায়িক উপদেষ্টা অতনু সান্যাল প্রমুখ।

অনুষ্ঠানে গালফ অয়েলের শতাধিক নতুন পণ্য প্রদর্শন করা হয়। চট্টগ্রামের গালফ অয়েলের অর্ধশতাধিক রিটেলার উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মতবিনিময় করেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।