ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ফার্মা এইডের দাম একদিনে বেড়েছে সাড়ে ১১ হাজার টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০
ফার্মা এইডের দাম একদিনে বেড়েছে সাড়ে ১১ হাজার টাকা

ঢাকা: ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইড লিমিটেডের শেয়ারের দাম একদিনে বেড়েছে ১১ হাজার ৬১৬ টাকা।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফার্মা এইডের প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ হাজার ৭০০ টাকায় লেনদেন হয়।

যা আগের দিনের চেয়ে প্রায় ১৬৪ শতাংশ বেশি।

১০০ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানির প্রতিটি শেয়ার গত বৃহস্পতিবার ৭ হাজার ৮৩ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছিল। এই অস্বাভাবিক দাম বাড়ার কারণে দিনশেষে কোম্পানিটি মূল্যবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকার প্রথমে ওঠে আসে।
 
বৃহম্পতিবার বিকালে কোম্পানিটি ২০১০ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করে।

এ বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ ক্যাশ (১০০ টাকায় ৩০ টাকা) এবং ৫০০ শতাংশ স্টক ডিভিডেন্ড (১টি শেয়ারের বিপরীতে ৫টি বোনাস শেয়ার) দেওয়ার ঘোষণা করে। এটি কোনো কোম্পানির সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা। একারণে কোম্পানির শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। আগামী ২২ নভেম্বর কোম্পানির রেকর্ড ডেট।
 
১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির মোট শেয়ারের সংখ্যা ৫২ হাজার। এর মধ্যে কোম্পানির পরিচালকদের কাছে ৫০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৬ শতাংশ এবং অবশিষ্ট ৩৫ দশমিক ৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

কোম্পানির পাঁচটি শেয়ারে এক মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।