ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ওয়ার্কশপ সেবার ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, জানুয়ারি ২০, ২০২৫
ওয়ার্কশপ সেবার ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহার ফাইল ছবি

ঢাকা: গাড়ির ওয়ার্কশপ ও মোটরসাইকেল গ্যারেজের ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে হ্রাস করে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যানের মো. আবদুর রহমানের সঙ্গে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির আলোচনাকালে এমন সিদ্ধান্তের কথা বলেন তিনি।

এ বিষয়ে  শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে।

গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার। ওয়ার্কশপ সেবার ওপর ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। আগে ওই সেবার ওপর ১০ শতাংশ ভ্যাট ছিল। সোমবার ভ্যাট কমানোর দবি নিয়ে এনবিআরের সঙ্গে বৈঠকে বসে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি।

বৈঠকের নতুন সিদ্ধান্তের ফলে এই খাতে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করল এনবিআর।

এ বিষয়ে সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কসপ কারখানা পরিচালিত হয় ক্ষুদ্র উদ্যোক্তদের মাধ্যমে। যাদের আছে স্বল্প পুঁজি, লেখাপড়া কম এবং যারা সমাজে পিছিয়ে পড়া তরুণ ও অর্ধশিক্ষিত বেকার যুবক। তাদের পক্ষে হিসাব নিকাশ করে ভ্যাট দেওয়া সম্ভব নয়। অটোমোবাইল ওয়ার্কশপ মালিকরা অন্যের জায়গা ভাড়া নিয়ে গাড়ি মেরামত করেন। অথচ জায়গার মালিকের ওপর ভ্যাট নির্ধারণ না করে ওয়ার্কশপ মালিকদের ওপর ভ্যাট চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি ছিল ভ্যাট প্রত্যাহার করে ৫ শতাংশ করা।

এর আগে রেস্তোরাঁ সেবা থেকে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর। ওই খাতে ভ্যাট ছিল ৫ শতাংশ, ৯ জানুয়ারি তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এ খাতের মালিকদের আন্দোলনের মুখে পুনরায় আগের হার নির্ধারণ করে এনবিআর। পাশাপাশি ই-বুকেও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।