ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মুশফিকুর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, জানুয়ারি ১৯, ২০২৫
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মুশফিকুর রহমান মুশফিকুর রহমান

ঢাকা: এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে যোগ দিয়েছেন মো. মুশফিকুর রহমান। এসএমই ফাউন্ডেশনের অষ্টম চেয়ারপার্সন দায়িত্ব নিলেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি) এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন মুশফিকুর রহমান।

১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক এবং ১৯৯৫ সালে ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন মুশফিকুর রহমান।

প্রায় তিন দশকের ব্যাংকিং খাতের চাকরি জীবনে তিনি যুক্তরাষ্ট্রে সিটিজেন, সিটি ব্যাংক ও এইচএসবিসি এবং বাংলাদেশে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, শাহজালাল ইসলামী এবং ব্যাংক আল ফালাহ-এ দায়িত্ব পালন করেন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে মুশফিকুর রহমানকে নিয়োগ দিয়ে গত ২২ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।