ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন বছরের প্রত্যাশা

দেশটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করতে বিনিয়োগ প্রয়োজন: আবদুল আউয়াল মিন্টু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, জানুয়ারি ২, ২০২৫
দেশটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করতে বিনিয়োগ প্রয়োজন: আবদুল আউয়াল মিন্টু

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা ও তা পূরণের মধ্যে ফারাক অনেক। আমাদের শিক্ষা, চিকিৎসা, খাদ্য সব ক্ষেত্রে বৈষম্য।

এটা কমাতে উদ্বৃত্ত সম্পদের সুষম বণ্টন জরুরি। অথচ কেউই তা কখনো করেনি। আমি চাই দেশটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হোক। এজন্য সম্পদ সৃষ্টি করতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। এজন্য দরকার বিনিয়োগ।  

বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ প্রতিদিন আয়োজিত রাজধানীর বসুন্ধরা সিটি কনফারেন্স হলে ‘নতুন বছরের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে প্রথমেই দরকার সামাজিক শৃঙ্খলা। সেটাই নেই। এখানে অপরাধের হার ক্রমেই বাড়ছে। কিশোর অপরাধ বাড়ছে। ফেসবুকে দাওয়াত দিয়ে ছেলেমেয়েরা আত্মহত্যা করছে। অস্থির একটা সমাজ! যে পুলিশ অপরাধ দমন করবে, তাদের মধ্যেই অপরাধপ্রবণতা বেশি। সাধারণ ব্যবসায়ীর চেয়ে মাদক ব্যবসায়ী দ্রুত বাড়ছে। এমন বাস্তবতায় কেউ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে না। নিরাপত্তা বোধ করবে না।  

তিনি আরও বলেন, বিনিয়োগ না হলে বেকারত্ব আরও বাড়বে, যা সামাজিক বিশৃঙ্খলা বাড়াবে। মাদকের আগ্রাসন বাড়বে। দেশকে এগিয়ে নিতে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। একটাকে রেখে আরেকটা ভালো হবে না।


বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।