ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রাইট শেয়ার ছাড়বে ইউসিবিএল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
রাইট শেয়ার ছাড়বে ইউসিবিএল

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পরিষদ পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
 
বৃহস্পতিবার কোম্পানির পক্ষ থেকে ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে বলা হয়,
আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় কোম্পানির জরুরি সাধারণ সভায় (ইজিএম) এই সিদ্ধান্ত অনুমোদিত হবে।

পরবর্তীতে তা চূড়ান্ত অনুমোদনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)-এ আবেদন জানানো হবে।
 
সিদ্ধান্ত অনুযায়ী, একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়া হবে। এর শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ও প্রিমিয়াম ৫০ টাকা। অর্থাৎ প্রিমিয়ামসহ একটি রাইট শেয়ারের মূল্য দাঁড়াবে ১৫০ টাকা।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।