ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতা চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, নভেম্বর ২৮, ২০২৪
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতা চুক্তি

ঢাকা: বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন কাঠামো সংক্রান্ত সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

জানা গেছে, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ- কোরিয়ার মধ্যে ইপিএ নিয়ে আলোচনার শুরু হয়েছে।  

অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইনকিও চেওং আনুষ্ঠানিক নেগোসিয়েশন শুরুর ঘোষণা দেন।

ইপিএ সম্পাদনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন কাঠামো সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য উপমন্ত্রী জংওয়ান পার্ক নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।