ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইএইচএসবি বিজনেস কার্নিভাল শুরু ১৫ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
আইএইচএসবি বিজনেস কার্নিভাল শুরু ১৫ নভেম্বর

ঢাকা: দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএইচএসবি আন্তঃস্কুল বিজনেস কার্নিভাল।

ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ প্রাঙ্গণে আগামী ১৫-১৭ নভেম্বর শিক্ষার্থীদের এ বিজনেস কার্নিভাল অনুষ্ঠিত হবে।

 

অকোটেক্সের সহযোগিতায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলের বিজনেস ক্লাব আয়োজন করেছে ব্যবসা এবং উদ্যোগ নিয়ে দ্বিতীয় আইএইচএসবি বিজনেস কার্নিভাল।

এতে অংশ নেবে ঢাকার খ্যাতনামা ৫০টি স্কুলের ছয় শতাধিক শিক্ষার্থী। ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে বিজনেস কার্নিভালের শুভ উদ্বোধন হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং বাংলাদেশে ব্রিটিশ ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান, ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের পরিচালক ড্যান পাশা, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান, ইংল্যান্ডের স্টারলিং এডুকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুলের সম্মানিত চেয়ারম্যান তিমোথি ডোনাল্ড ফিশার।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।