ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সূচকের ঊর্ধগতি অব্যাহত থাকলেও দাম কমেছে শেয়ারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০
সূচকের ঊর্ধগতি অব্যাহত থাকলেও দাম কমেছে শেয়ারের

ঢাকা: পুঁজিবাজারে সূচকের ঊর্ধগতি অব্যাহত থাকলেও লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে আর্থিক লেনদেনও।



বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেন হওয়া ২৪২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২ টির, কমেছে ১২৫ টির এবং অপরিবর্তিত থাকে ৫ টির দাম।

এদিন ডিএসইতে ২ হাজার ৫৪৪ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়। আগের দিনের চেয়ে যা ২৯২ কোটি ৩০ লাখ টাকা কম।  

অন্যদিকে সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩১ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৮৪৮ দশমিক ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ নিয়ে গত ৭ কার্যদিবসে সূচক বেড়েছে ৩৭১ দশমিক ৭২ পয়েন্ট।

বুধবার ডিএসইতে সিমেন্ট, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি এবং বীমা খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও বেড়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

মূলত এ দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার কারণে সাধারণ সূচক বেড়েছে। পুঁজিবাজারের এ অবস্থাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
 
এ ব্যাপারে ডিএসই’র সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালাউদ্দিন আহমেদ খান বাংলানিউজকে বলেন, ‘বাজার কারেকশন হওয়া আরও আগেই দরকার ছিল। তবে প্রতিবছর এই সময়ে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকে। ’

তিনি বলেন, ‘বাজার যেহেতু নির্ধারিত সময়ের আগেই উর্ধ্বমুখী হয়ে পড়েছে, সেজন্য বিনিয়োগকারীদের সাবধানে বিনিয়োগ করতে হবে। ’   

এদিন ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- তিতাস গ্যাস, পিপলস্ লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লি., এবি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, উত্তরা ব্যাংক, বেক্সিমকো লি., শাহজালাল ইসলামী ব্যাংক লি., ইউসিবিএল, আইএফআইসি ও  ইউনিয়ন ক্যাপিটাল।

অন্যদিকে দর বৃদ্ধিতে আজকের প্রধান ১০ টি কোম্পানি হলো- ন্যাশনাল হাউজিং, জেমিনি সি ফুডস্, মুন্নু সিরামিকস্, বেলিজিং, বঙ্গজ লি., বিআইএফসি, ইসলামিক ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ইস্টার্ন হাউজিং ও মিরাকল ইন্ডাস্ট্রিজ।
দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোস্পানি হলো-  ইস্টার্ন লুব্রিকেন্টস, ন্যাশনাল টি কোম্পানি, ইমাম বাটন, পদ্মা অয়েল, কে অ্যান্ড কিউ, ফাইন ফুডস্, এটলাস বাংলাদেশ, মেঘনা কনডেন্সড মিল্ক, তাল্লু স্পিনিং ও স্ট্যান্ডার্ড সিরামিকস।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।