ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ক্রয়সীমার মধ্যেই অত্যাধুনিক সি-থ্রি সেট বাজারে আনলো নকিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১০
ক্রয়সীমার মধ্যেই অত্যাধুনিক সি-থ্রি সেট বাজারে আনলো নকিয়া

ঢাকা: সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যেই নকিয়া নিয়ে এলো এক আকর্ষণীয় মোবাইল ফোন সেট। সেটটির নাম দেওয়া হয়েছে সি-থ্রি।



মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানে এ সেটের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট তারকা তামিম ইকবাল ও মডেল আনিকা কবির শখ।

অনুষ্ঠানে সেটের বিভিন্ন দিক তুলে ধরেন নকিয়ার প্রধান মার্কেটিং ম্যানেজার সাজিদ রেজওয়ান মতিন।

ওয়াইফাই সংযোগ থাকা এ সেট ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা ইমেইল, ফেসবুক ও টুইটারের মতো সামাজিক নেটওয়ার্ক ব্রাউজিং ও চ্যাটিং করতে পারবেন সাবলীলভাবে।

২ দশমিক ৪ ইঞ্চি রঙিন স্ক্রিনের পাশাপাশি রয়েছে ২ মেগা পিক্সেল ক্যামেরা ও ৮ জিবি মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা।

সেটটির মূল্য রাখা হয়েছে ১০ হাজার ৪০০ টাকা।

সি-থ্রি সেটের উদ্বোধন শেষে শূন্য ব্যান্ডের অংশগ্রহণে পরিবেশিত মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান।

সাজিদ রেজওয়ান মতিন জানান, তুলনামূলকভাবে সেটটির দাম অনেক কম। মানুষের হাতের নাগালেই রয়েছে। সেটটি ব্যবহার করে আনন্দও পাবেন গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।