ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিসেম্বরের মধ্যেই রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার বাজারে: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০
ডিসেম্বরের মধ্যেই রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার বাজারে: অর্থমন্ত্রী

ঢাকা: বাজারে শেয়ারের সরররাহ বাড়ানোর জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত সব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৪৯ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার সন্ধ্যায় অর্থমন্ত্রণালয়ে আয়োজিত পুঁজিবাজার বিষয়ক এক সভা শেষে তিনি সাংবাদিবদের একথা বলেন।



অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারে এরই মধ্যে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে। সরকার এসব কোম্পানির ৫১ শতাংশ শেয়ার রেখে অবশিষ্ট ৪৯ শতাংশ শেয়ার ৩১ ডিসেম্বরের মধ্যে বাজারে ছাড়বে। ’

একই সঙ্গে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারও বাজারে নিয়ে আসার সরকারের প্রচেষ্টার কথা জানান তিনি।

আবুল মুহিত বলেন, ‘শেয়ারবাজার যেভাবে ঊর্ধ্বমুখী রয়েছে, তা কারেকশন হওয়া দরকার। তবে বড় ধরনের কারেকশন হোক সরকার সেটি চায় না। কেননা এতে করে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। ’
    
‘রাষ্ট্রয়ত্ত কোম্পানির শেয়ার পুঁজিবাজারে এলে শ্রমিক অসন্তোষ বাড়বে’- শিল্পমন্ত্রীর এমন মন্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, শিল্পমন্ত্রীর যুক্তি সরকার গ্রহণ করেনি। ’
 
পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে পরিশোধিত মূলধন ৪০ কোটি থেকে কমিয়ে ৩০ কোটিতে নিয়ে আসার এসইসির সিদ্ধান্তের সঙ্গেও একমত পোষণ করেন আবুল মুহিত।

পুঁজিবাজার বিষয়ক ওই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড.অতিউর রহমান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, সদস্য মনসুর আলম, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এমএ সামাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।